মেনু নির্বাচন করুন
রাজৈর পৌরসভার পক্ষ থেকে সকলকে জনাই শুভেচ্ছা । বিগত ০৭ মে, ২০১২ সালে রাজৈর পৌরসভাটি ০৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। ১৬ ফেব্রুয়ারী ২০২৩ সালে রাজৈর পৌরসভাটি ‘গ’ শ্রেণি হতে ‘খ’ শ্রেণিতে উন্নিত হয়। রাজৈর পৌরসভাটি দক্ষিণবাংলার প্রবেশদ্বারে অবস্থিত। এই পৌরসভার মোট আয়তন ১০.৯১ বর্গ কিলোমিটার। নানাবিধ প্রাচীন ঐতিহ্য আর সাফল্যে ভরা এই পৌরসভা। পৌরসভার সুষম উন্নয়ন এবং পৌরবাসীদের অধিকতর নাগরিক সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে রাজৈর পৌরসভা বহুবিধ জনসেবামূলক কাজ করে একটি আধুনিক শহরে রূপান্তরের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা হল - সড়ক বাতির ব্যবস্থা, পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাস্তা-ঘাট, ঘাটলা নির্মাণ, কাঁচা-পাকা রাস্তা নির্মাণ, ড্রেন, ব্রীজ,কালভার্ট নির্মাণ, হাট-বাজারের উন্নয়ন, পৌর এলাকাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কর্মকান্ডের স্বার্থে বিভিন্ন সংগঠন, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনকে সহায়তা প্রদান, নাগরিকদের সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে বহুমূখী কর্মকান্ড। আমাদের উদ্দেশ্য রাজৈর পৌরসভা এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য ডাষ্টবিনের ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, পৌর এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করা, পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা। পোলিও মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইপিআই কর্মসূচিতে অংশগ্রহণ, সকল ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পৌর নাগরিকদের একটি সুস্থ ও সুন্দর পরিবেশে জীবন যাপনের নিশ্চয়তা প্রদান করা।


এক নজরে রাজৈর পৌরসভা

 ১। পৌরসভার নাম- রাজৈর পৌরসভা

২। স্থাপিত- ০৭ মে, ২০১২ খ্রিঃ 

৩। আয়তন -১০.৯১ বর্গ কিঃ মিঃ

৪। ২০১১ আদম শুমারী জনসংখ্যা- ৪০,৭৪৮ জন

     ক) পুরুষ- ৩০,৫৭১ জন

     খ) মহিলা -৩১,১৭৭ জন

৫) ভোটার সংখ্যা ঃ ২৬,৬৪১ জন

    পুরুষ ঃ ১৩,৫৬১ জন

    মহিলাঃ ১৩,০৮০ জন

৬। পরিবার সংখ্যা- ৮,১৯৭  টি

৭। হোল্ডিং সংখ্যা-১৩৪৩৮ টি

৮। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ-১৪৬০ জন

৯। মৌজার সংখ্যা-০৮ টি

১০। মহল্লার সংখ্যা- ৩১ টি

১১। মোট জমির পরিমান-২৮৯৫ একর 

১২। আবাসিক জমির পরিমান-৬৩০ একর 

১৩। কৃষি জমির পরিমান- ২২৬৫ একর

১৪। মোট রাস্তার পরিমান- 

ক)  ইটের সলিং দ্বারা উন্নয়ন ঃ ৩০৮৬৯.৭৩মিঃ

খ)  সিসি রাস্তাঃ ২২৪৪.৯৪ মিটার

গ)  আরসিসি রাস্তাঃ ৮৮৪৯.৩৭ মিটার

ঘ) কার্পেটিং রাস্তাঃ ৬০১৯.৫২ মিটার

ঙ) এইচবিবি রাস্তাঃ ৯০২ মিটার

১৫। আরসিসি/ম্যাসনারি ড্রেনঃ ৫৯১৩.২৮ মিটার

১৬।  কালভার্টঃ ১০২.৮০ মিটার

১৭।  খাল পুনঃ খননঃ ১১৭৫.০০ মিটার

১৮। মাটির রাস্তাঃ ১৫২.০০ মিটার

১৯। সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি ঃ ৫১৭ টি

২০। অগভীর নলকূপঃ ২৪ টি

২১। পাবলিক টয়লেটঃ ০৯ টি

২২। ডাষ্টবিনঃ ১২ টি

২৩। ফিস শেড নির্মাণঃ ০৫ টি

২৪। পৌর শ্মশান ঃ ০১টি

২৫। পৌর কবরস্থানঃ ০১ টি

২৬। অস্থায়ী পৌর ভবন নির্মাণ কাজঃ ০১ টি

২৭। পৌর ভবন নির্মাণঃ ০১ টি

২৮। আরসিসি ঘাটলাঃ ০২ টি

২৯। পৌর ঈদগাহ ঃ ০১ টি

৩০। বাস টার্মিনাল এইচবিবি কাজঃ ০১ টি

৩১। কলেজ ঃ

৩৩। সরকারী প্রাথমিক বিদ্যালয়-১৫ টি

৩৪। সিনিয়ার আলিয়া মাদ্রাসা-০১ টি

৩৫। কওমি মাদ্রাসাঃ ০৩টি

৩৬। মহিলা মাদ্রাসা-০৪ টি

৩৭। হাফিজিয়া মাদ্রাসা-১০ টি

৩৮। লিল্লাহ বোডিং-০৩ টি

৩৯। মসজিদ- ৯০ টি

৪০। মন্দির-১৫ টি

৪১। রেজিঃ ক্লাব-০২ টি

৪২। নন রেজিঃ ক্লাব-০৯ টি

৪৩। পাঠাগারঃ ০২ টি

৪৪। হাট বাজার- ০৮ টি

৪৫। সরকারী হাসপাতাল-০১ টি

৪৬। প্রাইভেট ক্লিনিক- ১১ টি

৪৭। পৌর ভুুমি অফিস-১টি

৪৮। টেলিফোন অফিস-১টি

৪৯। প্রাণী সম্পদ হাসপাতাল-০১ টি

৫০। পৌর কসাইখানাঃ ০৬ টি

৫১। দুগ্ধ খামার ঃ ০১টি